বার্ডস স্পোর্টিং চ্যাম্পিয়ন
চট্টগ্রাম ২য় বিভাগ ক্রিকেট লিগ
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এবং বাকলিয়া কনস্ট্রাকশন ২য় বিভাগ ক্রিকেট লিগে বার্ডস স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২৪ জুন) এ লিগের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে শক্তিশালী পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠীকে ৩২ রানে হারিয়ে সর্বোচ্চ পয়েন্টে এ যোগ্যতা অর্জন করেছে বার্ডস স্পোর্টিং ক্লাব। ২য় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয় দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী। এ জয়ের ফলে বার্ডস স্পোর্টিং ক্লাব আগামী মওসুম থেকে প্রথম বিভাগে ক্রিকেট লিগে খেলার যোগ্যতা অর্জন করলো।
শনিবাররের এ খেলায় যারা জিততো তারাই চ্যাম্পিয়ন হতো। এর ফলে অলিখিত ফাইনালে পরিণত হওয়া এ ম্যাচে বার্ডস স্পোর্টিং ক্লাব টসে হেরে আগে ব্যাট করে ৫০ ওভারে ১৭০ রানে অল-আউট হয়। জবাবে দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৪৬.৪ ওভারে ১৩৮ রানে সবকটি উইকেট হারায়।
বার্ডস স্পোর্টিং ক্লাবের হয়ে শহীদুল ২ ছক্কায় ৩১, রকিব ৩ চারে ২৬, শাহনেওয়াজ ১ ছক্কায় ২২, জাহেদুল ৩ চারে ১৮, রয়েল ২ চার ও ১ছক্কায় ১৭, আব্দুল কাদের ২ চারে ১৪ এবং জয়নাল ১ চারে ১৩ রান করেন। অতিরিক্ত খাতে আসে ১২ রান। দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী’র ওয়াহিদুল ৩৫ রানে ৩টি এবং শাহাদাত ৩১ রানে ২ উইকেট দখল করেন। এছাড়া রাইসুল ২১, আমজাদ ২২, তানভীর ২৫ ও সাকিব ৩৪ রানে প্রত্যেকে ১টি করে উইকেট নেন।
দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী’র তানভীর ১চার ও ১ছক্কায় ২৭, ওয়াহিদুল ১ চারে ২৩, সায়মন ১চারে ১৭, আদিত্য ১চারে ১১, শাহাদাত ১১ এবং রাসেল ১ চারে ১০ রান করেন। অতিরিক্ত খাতে ১৯ রান আসে। বার্ডস স্পোর্টিং ক্লাবের জাহেদুল ১৫, সজীব ২৩ ও শাহনেওয়াজ ২৫ রানে প্রত্যেকে ২টি করে উইকেট নেন। এছাড়া সাইফুদ্দিন ২৫ ও নাজমুল ৩৫ রানে ১টি করে উইকেট দখল করেন।
খেলা শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক এবং সিজেকেএস সভাপতি আবুল বাশার মো. ফখরুজ্জামান প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সিনিয়র সভাপতি আলহাজ আলী আব্বাস ও ও স্পন্সর প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ সোলায়মান।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এবং সিজেকেএস ক্রিকেট কমিটির চেয়ারম্যান রাকিব হাসানের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক (ভারপ্রাপ্ত) জি এম হাসানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (চট্টগ্রাম) এবং সিজেকেএস ক্রিকেট কমিটির চেয়ারম্যান রাকিব হাসান এর সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক (ভারপ্রাপ্ত) গোলাম মহিউদ্দিন হাসান এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো: জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, হাসান মুরাদ বিপ্লব, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, রেখা আলম চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, কমিটির যুগ্ম সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর শওকত হোসাইন, সিজেকেএস কাউন্সিলর ক্যাপ্টেন আহসান আজিজ শেলীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।