পাঁচ বছর পর জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছেন রোমান সানা। শনিবার (২৪ জুন) টঙ্গিতে আয়োজিত ১৪তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানার পারফরম্যান্স।
এর আগে ২০১৭ সালে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছিলেন বাংলাদেশ আনসারের এই আর্চার। তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল ফেডারেশন। সেই নিষেধজ্ঞা থেকে জাতীয় অঙ্গনে ফিরলেও এখনো আন্তর্জাতিক অঙ্গনে ফেরা হয়নি তারা।
ফাইনালে বিকেএসপির নিশাতকে সরাসরি ৬-০ পয়েন্টে হারিয়েছেন তিনি। আর তাতেই ২০১৭ সালের পর আবারো হারানো মুকুটটি ফিরে পান তিনি।
এর আগে সেমিফাইনালে পুলিশ আর্চারি ক্লাবের হাকিম আহমেদ রুবেলকে ৬-০ সেটে হারিয়ে ফাইনালে যান তিনি। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের খেলা ছিল শনিবার সবার শেষে। এর আগে রিকার্ভ মিশ্র ও পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ পদক মিস করেছেন রোমান।