পাকিস্তানের জালে কুয়েতের ৪ গোল

কুয়েতের সঙ্গে পাকিস্তানের লড়াই করা কঠিন হবে, আগে থেকেই বিষয়টা অনুমিত ছিল।  সেটাই সত্যি হলো।  বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে কুয়েত ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে।

টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত করেছে মধ্যপ্র্যাচ্যের দেশটি।  বিপরীতে টানা দুই ম্যাচ হেরে শেষ চারে উঠা অনিশ্চিত শেহজাদ আনোয়ারের দলের।  টুর্নামেন্ট থেকে শূন্য হাতে পাকিস্তান বিদায় নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

শনিবার (২৪ জুন) বেঙ্গালুরুর মাঠে কুয়েত আধিপত্য বিস্তার করেছে।  ফিফা র‌্যাঙ্কিংয়ে যে তারা অনেক এগিয়ে তা মাঠের পারফরম্যান্স দেখিয়ে প্রমাণ দিয়েছে।  চার গোলের বিপরীতে পাকিস্তান মাঝে মধ্যে আক্রমণে গেলেও কোনও গোল শোধ দিতে পারেনি।

ম্যাচ ঘড়ির ১০ মিনিটে সতীর্থের ক্রসে হাসান আলানেজির গোলে এগিয়ে যায় কুয়েত।  ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোবারক আল ফানীনি।  যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কুয়েত তৃতীয় গোলের দেখা পায়।  আল রাশিদির শট গোলকিপার প্রতিহত করলেও মোবারক আল ফানিনির শট গোলকিপারের ওপর দিয়ে জড়িয়ে যায় জালে। বিরতির পর ৬৮ মিনিটে  একজনকে কাটিয়ে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে দ্বিতীয় পোস্ট দিয়ে দলকে চতুর্থ গোল উপহার দেন আহমদ আল দেফেরি।

গ্রুপের শেষ ম্যাচে কুয়েত খেলবে ভারতের বিপক্ষে। আর পাকিস্তান মুখোমুখি হবে নেপালের।