প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে পয়েন্ট হারানোর অতৃপ্তির ছাপ এখনো রয়েছে টিম বাংলাদেশের। তবে আগের ম্যাচ ভুলে রবিবারের (২৫ জুন) ম্যাচেই চোখ টাইগারদের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে জয় পেতেই হবে।
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রবিবার (২৫ জুন) মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি। ভূটানকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করা মালদ্বীপ আছে ফুরফুরে মেজাজে। অন্যদিকে, লেবাননের বিপক্ষে ড্রয়ের আশা জাগিয়েও ২-০ ব্যবধানে হার বাংলাদেশের জন্য অস্বস্তির কাঁটা হয়ে বিধঁছে।
মালদ্বীপ ম্যাচে ফেলে দিয়েছে কঠিন পরীক্ষার সামনে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততে হবে হাভিয়ের কাবরেরার দলকে।
জয়ের চাওয়াটা পূরণ করতে হলে লাগবে গোল। লেবানন ম্যাচে গোলের সুর্বণ সুযোগ নষ্ট করা ফাহিমের উপলব্ধি মালদ্বীপ ম্যাচে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই তাদের সামনে।
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াও রবিবারের ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন, ‘মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটিই আমাদের ফাইনাল ম্যাচ। আমাদের এক সহ-সভাপতিও এটা বলেছেন। ’
জামালের সঙ্গে একমত দলের অন্যতম সিনিয়র ফুটবলার সোহেল রানা, ‘টুর্নামেন্টে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে আমাদের পয়েন্ট পেতেই হবে। ’ জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দলের মানসিক পরিবেশ সম্পর্কে বলেন,‘সবাই ইতিবাচক রয়েছে। আগের ম্যাচের পজিটিভ দিকগুলো স্মরণ করে মালদ্বীপের জন্য প্রস্তুত হচ্ছে। ’