জমকালো আয়োজনে ‘লোহাগাড়া ফুটবল একাডেমি’র যাত্রা শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নতুন ফুটবলার তৈরির প্রত্যয় নিয়ে যাত্রা শুরু হলো ‘লোহাগাড়া ফুটবল একাডেমি’র।

শনিবার (২৪ জুন) সকালে উপজেলা পাবলিক হলে জমকালো আয়োজনে মধ্য দিয়ে ফুটবল একাডেমিটির আত্মপ্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। এসময় তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা ও ক্রীড়া চর্চার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি ও বন্ধুত্বের সেতুবন্ধন রচিত হয়।

তিনি আরও বলেন, আমরা আশা করি লোহাগাড়া ফুটবল একাডেমি অনেক দূর এগিয়ে যাবে। এই একাডেমির মাধ্যমে দেশ-বিদেশে খেলার সুযোগ পাবে। লোহাগাড়া ফুটবল একাডেমির জন্য আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহোযোগিতা থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহর সভাপতিত্বে ধারাভাষ্যকার মো. সেলিম ও কায়ছার হামিদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) সাইফুল ইসলাম, লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, পুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী,যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার কোম্পানী, এম. এ আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীে আবদুল আজিজ , মাস্টার নাছির উদ্দিন, মোঃ আইয়ুব, মো. আলমগীর, মো. মনচুর আলী, ফুটবলার মো. দিদার, চিশতি, মোজাফ্ফর, জিয়াউর রহমান, কুতুব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে পূর্বের লোহাগড়া স্পোর্টিং ক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন জিয়াউল হক চৌধুরীর বাবুল।

এতে জিয়াউর রহমানকে সভাপতি এবং মোজাফ্ফরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। অনুষ্ঠানে শেষে লোহাগাড়া ফুটবল একাডেমির পক্ষ থেকে ক্রিকেটার শহীদুল ইসলাম ও ফুটবলার ইসলাম তৌহিদকে সম্মাননা স্বারক ও ক্রেস্ট প্রদান করা হয়।