সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মৈত্রী সংঘ
চট্টগ্রামের রাউজান উপজেলাধীন আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নন্দনকানন মৈত্রী সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৩ জুন) স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-০ গোলে উত্তর ঢাকাখালী যুবগোষ্ঠী ও তথাগত সংসদকে হারিয়ে এ গৌরব অর্জন করে।
বিজয়ী দলের হয়ে প্রান্ত ২টি এবং তূর্ণ ও বিজয় ১টি করে গোল করেন। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের তূর্ণ বড়ুয়া এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছেন একই দলের প্রান্ত বড়ুয়া। সেরা সুশৃঙ্খল দল হিসেবে পুরস্কার লাভ করে পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদ।
খেলা শেষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর ডা.উত্তম কুমার বড়ুয়া প্রধান অতিথি থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আবুরখীল খেলোয়াড় সমিতির সভাপতি সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রয়াত সুহৃদ বিকাশ বড়ুয়া সানুর সহধর্মিণী মিরা বড়ুয়া, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার সোহেল, আবুরখীল স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ত্রিদীপ বড়ুয়া তপু।
বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের ক্রীড়া সাংবাদিক জাকির হোসেন লুলু, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অসীম বড়ুয়া অপু ও সিনিয়র সহ-সভাপতি সাজীব বিকাশ বড়ুয়া টুটুল।
এ সময় অন্যান্যের মধ্যে খেলোয়াড় সমিতির সম্পাদক সত্যজিত বড়ুয়া, ক্রীড়া সম্পাদক উচ্ছ্বাস বড়ুয়া আশুসহ স্বদেশ বড়ুয়া খুলু, কাঞ্চন বড়ুয়া, শ্যামল বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, অনুপ বড়ুয়া, হিল্লোল বড়ুয়া পলাশ ও এ্যাপোলো বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।