ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছেন ডানহাতি ব্যাটার চেতেশ্বর পূজারা, স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ পেসার উমেশ যাদবও। তবে এই দলে নতুন মুখ যশশ্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড় ও মুকেশ কুমার। এর মধ্যে গায়কোয়াড় এবং মুকেশ আছেন ওয়ানডে স্কোয়াডেও।
এছাড়াও ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন সাঞ্জু স্যামসন। এছাড়াও টেস্ট দলে আড়াই বছর পর ফিরেছেন ডানহাতি পেসার নবদীপ সাইনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের সহঅধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অজিঙ্কিয়া রাহানেকে।
ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, যসশ্বী জয়সোয়াল, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, ঈশান কিষান (উইকেটকিপার) ও নবদীপ সাইনি।