ছেলেদের পর মেয়েদের অ্যাশেজ সিরিজেও উত্তেজনা ছড়াচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ইংল্যান্ডের নটিংহ্যামে একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলারদের চাপে পড়েন অজি ব্যাটাররা। সেখান থেকে দলকে টেনে তুলেছেন এলিসে পেরি। তাহিলা ম্যাকগ্রার সঙ্গে ১১৯ রান জুটি গড়েও দিন শেষে ১ রানের আক্ষেপে পুড়ছেন তিনি।
ব্যাট করতে নেমেই ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন দুই সফরকারী ওপেনার। তবে দলীয় ৩৫ রানে তারা প্রথম ধাক্কা খায়। ২৩ রান করা পোয়েবে লিচফিল্ডকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ইংলিশ পেসার ক্যাট ক্রস। এরপর আরেক ওপেনার বেথ মুনিও ফিরে যান ব্যক্তিগত ৩৩ রানে।
৮৩ রানে ২ উইকেট হারানোর অস্ট্রেলিয়ার হাল ধরেন পেরি ও ম্যাকগ্রা। এরপর ম্যাকগ্রা ৬১ রানে ফিরলেও অন্যপ্রান্তে অটল ছিলেন পেরি। সোফি এক্লেসটনের বলে বোল্ড হওয়ার আগে ম্যাকগ্রা ৮৩ বলে ৮টি চার হাঁকান। পরবর্তীতে নামা জেস জনাসেনও পেরিকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন।
এরপর আর দৃঢ়তা দেখাতে পারেননি পেরিও। কিন্তু তার আক্ষেপ ১ রানের, ৯৯ করেই তিনি ২২ বছর বয়সী লরেন ফিলারের বলে উইকেট দিয়ে ফেরেন। এরপর লড়াইয়ে ফেরে স্বাগতিক ইংলিশরা। পরের ১৩ ওভারে মাত্র ৩৬ রানে আরও চার উইকেট পড়ে যায় সফরকারীদের।
দ্বিতীয় দিন খেলতে নেমে সেঞ্চুরি পেয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩৯ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দিনের শেষে ৭ উইকেটে ৩২৮ রান করে অস্ট্রেলিয়া।