চীনে বারবিকিউ রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩১ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার (২১ জুন) রাতে চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের জেরে হতাহতের এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে বুধবার রাতে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে।
এদিন রেস্তোঁরায় প্রচুর মানুষ ছিল। বিস্ফোরণে আহত হয়েছে বহু মানুষ। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। গ্যাসের লাইন থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চীনের কেন্দ্রীয় সরকারের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেছে, বুধবার রাতে রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার সকালে সেখানে উদ্ধার কাজ শেষ হয়েছে। এছাড়া বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তকারী দল পাঠানো হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষকে সব ধরনের পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শিল্পসহ এই ধরনের প্রধান প্রধান সেক্টরে নিরাপত্তা তদারকি জোরদার করতে হবে বলে জানিয়েছেন।
চীনে গ্যাস ও রাসায়নিকজনিত বিস্ফোরণের কারণে বড় ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই দেশটিতে এ ধরনের দুর্ঘটনা ঘটে। যদিও চীনা কর্তৃপক্ষ বছরের পর বছর নিরাপত্তা ব্যবস্থা উন্নতির চেষ্টা করে যাচ্ছে। ২০১৫ সালে তিয়ানজিন শহরে সিরিজ বিস্ফোরণে ১৭৩ জনের প্রাণহানি হয়েছিল।
এমএইচএফ