পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার।
এদিন বেলা ২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে এ রায় ঘোষণা করা হবে।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর পেশকার ফকির মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৬ জুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।
এই মামলার চার আসামির মধ্যে ডিআইজি মিজান কারাগারে আছেন। অপরদিকে তার ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান জামিনে রয়েছেন। অপর আসামি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্না রহমান পলাতক।
রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীদের আশা, আসামিরা খালাস পাবেন। তাদের দাবি, দুদক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি।
গত ১৪ মে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে ডিআইজি মিজান, তার ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। মামলায় ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করতে পারেননি।
২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
২০২০ সালের ২ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত ঢাকার বিশেষ জজ-৬ আদালতে বদলির আদেশ দেন। এরপর চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।
দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ ২০২১ সালের ৩০ জানুয়ারি চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
এমএইচএফ