আয়োজক কমিটির অদূরদর্শিতা ও খেলা পরিচালনা কমিটির সাথে সংশ্লিষ্ট কয়েকজনের অশোভন আচরণের কারণে দেরিতে শুরু হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর ফাইনাল খেলা মঙ্গলবার (২০ জুন) সম্পন্ন হয়েছে।
কম সময়ে অনুষ্ঠিত ৪০ মিনিটের খেলায় টংকাবতী (ছদাহা, কেঁওচিয়া) একাদশকে ২-০ গোলে হারিয়ে ডলু (পৌরসভা) একাদশ চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্ট ও ফাইনাল খেলায় মো. আজ্জাম সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
আয়োজক কমিটি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর ফাইনাল খেলা মঙ্গলবার (২০ জুন) বিকাল ৩ টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা। খেলার ভ্যানু সাতকানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উভয় দলই নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে খেলোয়াড় যাচাই- বাছাই পর্ব শুরু হয়। এর মধ্যে উভয় দলের টিম ম্যানেজারদের মধ্যে তুমুল হট্টগোল দেখা দেয়।
এক পর্যায়ে টংকাবতী টিমের ম্যানেজার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে গলা ধাক্কা দেওয়ার ঘটনায় টংকাবতী টিমের খেলোয়াড়রা মাঠ ত্যাগ করে চলে যায়। পরে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরীর মধ্যস্থতায় প্রায় ৪৫ মিনিট পর অনুষ্ঠিত হয় খেলা।
এ ব্যাপারে ইউএনও ফাতেমা-তুজ- জোহরা বলেন, সামান্য হট্টগোল হলেও পরে সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন হয়।