রাজনীতির নামে সাধারণ মানুষের ওপর চড়াও হলে সহ্য করা হবে না

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

রাজনীতির নামে সাধারণ মানুষের ওপর আক্রমণ করলে কেউ রক্ষা পাবে না।  সবার বিচার হবে।

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৬ নভেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালে দেশের ৩ হাজার ৬০০ মানুষ বিএনপি-জামায়াতের হামলার শিকার হয়েছে।  বিএনপির বিচার করতে হচ্ছে না।  প্রকৃতিই তাদের বিচার করছে।  আগুন সন্ত্রাস মানবতাবিরোধী অপরাধ।

তিনি জানান, এসব অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিচার হচ্ছে।  এমনকি যারা হুকুম দিয়েছে সেই হুকুমের আসামিদেরও বিচারের আওতায় আনা হবে।

সরকারপ্রধান বলেন, বিএনপি আবারও সন্ত্রাস-নৈরাজ্যের পথ বেছে নিলে তা বরদাশত করা হবে না।  সুস্থ রাজনীতিতে সরকারের আপত্তি নেই।  তবে সাধারণ মানুষের ওপর কেউ চড়াও হলে তা সহ্য করা হবে না।

আওয়ামী লীগ দেশের মানুষের শান্তি, কল্যাণ ও উন্নয়ন চায় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশবাসীকে সজাগ থাকতে হবে।  ভবিষ্যতে কেউ যেন আর আগুন সন্ত্রাস ঘটাতে না পারে।  দলমত নির্বিশেষে এ দেশের প্রতিটি মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে।

অনুষ্ঠানের শুরুতে ২০১৩-১৪ সালে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সহিংসতার ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।  আওয়ামী লীগ নির্মিত প্রামাণ্যচিত্রটি দেখেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে এসব ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।  শোনেন তাদের দুঃখ-দুর্দশার কথা।  আক্রান্ত মানুষের আহাজারিতে এ সময় চোখ ভিজে আসে বঙ্গবন্ধুকন্যার।