রাসিক নির্বাচন : ১৫৩ টি কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা

জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটির ভোট শেষ করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন।  এই ধারাবাহিকতায় গাজীপুর, খুলনা ও বরিশালের পর শেষ ধাপে বুধবার ভোট হচ্ছে সিলেট ও রাজশাহী সিটিতে।  আগের তিনটির মত এ দুই সিটি নির্বাচনেও ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-এভিএমে। কেন্দ্রে ভোট পরিস্থিতি এবারও সিসি ক্যামেরায় দেখবে কমিশন।  রাজশাহী সিটিতে ভোটগ্রহণে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এবার ১৫৫টি কেন্দ্রে থাকছে প্রায় ১২শ সিসি ক্যামেরা। ভোটগ্রহণের আগে ও পরের দিন পর্যন্ত সিসি ক্যামেরা থাকবে। কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ ভোটাররা।

রাজশাহী সিটি নির্বাচনে তরুণ ভোটার রকিব বলেন, সিসি ক্যামেরা বসানোয় কারচুপির সুযোগ থাকবে না। সিসি ক্যামেরার কারণে অনৈতিক কাজ থেকে অনেকেই দূরে থাকবে।

সিসি ক্যামেরা বসানোকে প্রার্থীরা ইতিবাচক হিসেবে দেখলেও, এর নিয়ন্ত্রণকারীদের কঠোরভাবে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও জাতীয় পার্টি মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

রাজশাহী সিটি নির্বাচন রিটার্নিং অফিসার মো. দেলোয়র হোসেন জানান, সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণের পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন।

রাজশাহীতে মেয়র পদে প্রার্থী : আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা),  জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল),  ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম (হাতপাখা) ও জাকের পার্টির মো. লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। এছাড়া ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৬ জন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহী সিটির ১৫৫টি ভোটকেন্দ্রর মধ্যে ১৪৮ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৫৫টি ভোটকেন্দ্রর এক হাজার ১৫৩টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ভোটার সংখ্যা তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ১৬৭ জন। আর নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন। নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।

পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে মোবাইল ফোর্স ৩০টি, স্ট্রাইকিং ফোর্স ১০টি, রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স ৬টি; র‌্যাবের ১৬টি টিম এবং বিজিবি ৭ প্লাটুন।

এ ছাড়া আজ মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচলেও নিষেধাজ্ঞা বলবৎ হবে।

এমএইচএফ