বাবা দিবসে ‘লুজার’ কাকে বললেন পরীমনি

সন্তান জন্মের পর এবারই প্রথম বাবা দিবস পরীমনি ও শরীফুল রাজের ছেলে রাজ্যর।  তার বয়স এখন ১১ মাস হতে চলছে।  ভালোবেসে বিয়ে করেন পরীমনি ও রাজ।  বিয়ের বছরখানেকের মধ্যে তাঁদের সংসারে ছেলেসন্তান রাজ্যর জন্ম হয়।

ছেলের প্রথম বাবা দিবসের প্রথম প্রহরে ফেসবুকে একটি পোস্ট দেন পরীমনি।  সেখানে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেন।  কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু না বললেও এসব কথা যে শরীফুল রাজকে বলেছেন, তা বুঝতে কারও বাকি ছিল না।

পরীমনি তাঁর ফেসবুকে দেওয়া পোস্টের শুরুতে বলেছেন, ‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছ না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিই থাকবে না!’  খোঁজ নিয়ে জানা গেছে, বাবা দিবসের প্রথম প্রহরে সন্তান রাজ্যর কাছে ছিলেন না রাজ।  তাই রাগ, ক্ষোভ ও অভিমান থেকে এসব কথা লিখেছেন পরীমনি।

পরীমনি তাঁর সন্তানের বাবাকে ‘লুজার’ ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই স্মৃতি।  আবার ফ্রেন্ডদের সাথে আছে! লুজার। ’

বিনোদন অঙ্গনে পরিচিতি পাওয়ার পর থেকেই পরীমনিকে তাঁর নানা শামসুল হকের সঙ্গে দেখা গেছে।  সেই নানাই তাঁর একমাত্র সঙ্গী।  এবারের বাবা দিবসে মা–বাবা না থাকার বিষয়টাও তুলে ধরেছেন।  ভোর পাঁচটায় দেওয়া সেই পোস্টের শেষে পরীমনি লিখেছেন, ‘মা–বাবা নেই, এই কষ্ট ঢের ভালো, এমন থাকার থেকে।  যাই ঘুম দেই ছেলের গলা ধইরা। ’

‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্র দিয়ে ঢালিউড যাত্রা শুরু করা পরীমনি ছবির চেয়ে ছবির বাইরের কাজ দিয়ে বেশি আলোচিত।  তাঁকে সর্বশেষ অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ চলচ্চিত্রে দেখা গেছে।  এদিকে শোনা যাচ্ছে, এই ঈদে তাঁর অভিনীত ‘কাগজের বউ’ ছবিটি মুক্তি পেতে পারে।  চয়নিকা চৌধুরী পরিচালিত এই ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন মামনুন ইমন ও ডি এ তায়েব।