বিশ্বকাপে ভেন্যুর পরিবর্তন চায় পাকিস্তান

ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আইসিসি ওডিআই বিশ্বকাপ নিয়ে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই, যার বেশির ভাগই মূলত ভারত-পাকিস্তান সম্পর্কিত।  চিরপ্রতিদ্বন্ধী এ দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণেই সৃষ্টি হচ্ছে জটিলতা।

এত কিছুর পরও বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ( বিসিসিআই)।  আর এ সূচি নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  নিজেদের ম্যাচের ভেন্যুর পরিবর্তন চায় তারা।

বিসিসিআই বিশ্বকাপ আয়োজনের খসড়া সূচি অনুযায়ী, আফগানিস্তানের সাথে পাকিস্তানের খেলা হবার কথা চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে এবং অস্ট্রেলিয়ার সাথে মুখোমুখি হবার কথা বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে।  তবে এ দুটি ম্যাচের ভেন্যু পরিবর্তন চায় পিসিবি।

ক্রিকেট পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী, পিসিবির বিশ্লেষকরা বিশ্বকাপের সবগুলো ভেন্যুর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখছেন।  তাদের মতে ভারত উদ্দেশ্যপ্রসুত ভাবে পাকিস্তানের ম্যাচগুলো এমন ভেন্যুতে দিয়েছে যাতে খেলতে গিয়ে জটিলতায় পড়বে বাবর-শাহিনরা।

যেমন, আফগানিস্তান ম্যাচের ভেন্যুর কথাই ধরা যাক। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম স্পিন সহায়ক হিসেবে পরিচিত।  আর বর্তমানে স্পিন বোলিংয়ে দারুণ সুখ্যাতি আছে আফগানিস্তানের।  এমন পিচে দলটির সাথে খেলা কঠিন হবে বলেই মনে করেন পাক বোর্ড কর্তারা।  পাকস্তানের চাওয়া, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি বেঙ্গালুরু থেকে সরিয়ে আনা হোক চেন্নাইয়ে, আর আফগানিস্তানের সাথে ম্যাচটি হোক বেঙ্গালুরুতে।

এদিকে, বিসিসিআই প্রস্তাবিত সূচি অনুযায়ী, ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ১৫ অক্টোবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।  তবে নিরাপত্তার অজুহাতে সেখানে না খেলার ইচ্ছা প্রকাশ করেছিল পিসিবি।  সেখানে খেলতে পাকিস্তান সরকারের অনুমতি নিতে হবে বলেও জানায় তারা।  তবে খসড়া সূচি অনুযায়ী, এ ভেন্যুতে তারা খেলতে রাজি কিনা তা এখনো জানায়নি।