‘যাদের হাতে বঙ্গবন্ধুর ইতিহাস-ঐতিহ্য নিরাপদ নয়, তাদের হাতে দেশও নিরাপদ নয়’

যাদের হাতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ইতিহাস-ঐতিহ্য নিরাপদ নয়, তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম নগরীর জামালখানে বিএনপির কর্মসূচির দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র ভাঙচুরের স্থান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, যারা রাজনৈতিক কর্মসূচি থেকে মণীষীদের ছবি ভাংচুর করে তারা ক্ষমতায় এলে পুরো দেশটাকেই ভেঙ্গে ফেলবে।

তাই স্বাধীনতা বিরোধী এই অপশক্তি যাতে আর কোনদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে জনগণের প্রতি আহবান জানান তিনি।

একইসাথে তারুণ্যের সমাবেশের নামে বিএনপি নেতারা নৈরাজ্যের মদদ দিচ্ছে অভিযোগ করে, ন্যাক্কারজনক এই হামলার নির্দেশদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানান। এসময় আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।