বৃষ্টিতে পরিত্যক্ত ২য় বিভাগ ক্রিকেটের খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে চট্টগ্রাম ২য় বিভাগ ক্রিকেট লিগে শনিবারের (১৭ জুন) রেলিগেশন পর্বের খেলা।  এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলার প্রতিদ্বন্দ্বিতা করেছিল লিটল ব্রাদার্স এবং ওপিএ।

খেলায় টসে হেরে ব্যাট করা ওপিএ’র ইনিংসে ২৯.২ ওভার পর্যন্ত চলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।  তখন ঘড়িতে সময় ছিল সকাল ১১ টা ১৬ মিনিট এবং ওপিএ’র ইনিংসে জমা হয় ৬ উইকেটে ১১৫ রান।  এরপর খেলা অনুষ্ঠিত হতে না পারলে আমপায়ারদ্বয় বিকেল ৩টা ২০ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

এর ফলে আইনানুসারে দু-দলই এক পয়েন্ট করে লাভ করেছে।  রোববারের (১৮ জুন) রেলিগেশন পর্বের খেলায় মাদারবাড়ি মুক্তকণ্ঠ ও এলিট পেইন্ট মুখোমুখি হবে।