এশিয়ান গ্রুপ বাস্কেটবল লিগের উদ্বোধন
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এশিয়ান গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় শুক্রবার (১৬ জুন) বিকেলে সিজেকেএস এশিয়ান গ্রুপ বাস্কেটবল লিগের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিজেকেএস এর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপের পরিচালক মো. এয়াকুব ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।
সিজেকেএস বাস্কেটবল কমিটির চেয়ারম্যান এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সিজেকেএস সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী বাবুল ও মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আলহাজ আবুল হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।