একটি টেস্টে কত ঘটনা ঘটে গেল, আফগান নিজাত মাসুদের অভিষেক বলে উইকেট, এরপর ৫ উইকেট দখল, বাংলাদেশী শান্ত-জয়ের রেকর্ড দ্বিতীয় উইকেট জুটি, দেশের মাঠে নাজমুল হোসেন শান্তর প্রথম সেঞ্চুরি, পরের ইনিংসেও সেঞ্চুরি করে গড়েন কীর্তি।
মুমিনুল হক ২৬ ইনিংস পর পেলেন শতরানের দেখা, রেকর্ড সংখ্যক লিড, ইনিংসের প্রথম বলেই শরীফুলের উইকেট, ফাইফার হয়েও হল না তাসকিন আহমেদের, তবে সব ছাপিয়ে বাংলাদেশ পেল টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। মিরপুরের টেস্টে যেন এক রেকর্ড ভাঙা-গড়ার।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি রানের হিসেবে সবচেয়ে বড় জয়। শুধু কি তাই? ৮৯ বছরের মধ্যে টেস্ট ক্রিকেটেও এটি সব চেয়ে বড় জয়। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে রানের হিসেবে এর চেয়ে বড় জয় আছে দুটি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭৫ রানে জিতেছে ইংল্যান্ড। ১৯৩৪ সালে অস্ট্রেলিয়াও ইংল্যন্ডকে ৫৬২ রানে হারিয়েছে। তার পর অবস্থান বাংলাদেশের।