চট্টগ্রামে নবম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবসকে সামনে রেখে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফ ইন্ডিয়া এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নবম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (১৭ জুন) চট্টগ্রাম নগরীর নেভি কনভেনশন সেন্টারে এ যোগ দিবস উদযাপিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ সময় বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৬০০ মানুষ অংশগ্রহণ করেন।

এতে উদ্বোধনী বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফ ইন্ডিয়ার সেকেন্ড সেক্রেটারি উদত ঝা।

তিনি বলেন, আয়োজিত দিবসটির উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইয়োগা সম্পর্কে সচেতন করা, সেই সাথে মানুষ যেন ইয়োগা চর্চা করে শারীরিক-মানসিক-সামাজিক এবং আত্মিক ফিটনেস অর্থাৎ টোটাল ফিটনেস অর্জন করতে পারে।

এছাড়া, পুরো ইয়োগা প্রোগ্রাম পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন কেন্দ্রীয় অর্গানিয়ার আহমেদ শরীফ।