ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল চট্টগ্রামের পাঁচ এলাকা

মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবেছে বন্দরনগরীর পাঁচ এলাকা। কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে সড়ক। এতে করে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া জনসাধারণ।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ ও রিয়াজউদ্দিন বাজার এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। নগরের নালাগুলো দিয়ে পানি না নামায় সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা একটি গণমাধ্যমকে বলেন, বৃষ্টিপাতের রেকর্ড প্রতি ৩ ঘণ্টা পরপর হিসেব করা হয়। সবশেষ দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানান, চট্টগ্রামের আকাশ মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সঙ্গে কোথাও অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রামে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম নদী বন্দরকে এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।