বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে বুধবার (২১ জুন)। তার অনেক আগেই ভারতে হাজির টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ও অতিথি দল লেবানন। মধ্যপ্রাচ্যের দলটির আগেভাগে ভারত আসার কারণ-হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপ। চার জাতির এই টুর্নামেন্ট চলছে ভারতের ভুবেনশ্বরে। লেবানন ও ভারত ছাড়াও টুর্নামেন্টে অংশ নিয়েছে মঙ্গোলিয়া ও ভানুয়াতু।
চার দলের টুর্নামেন্ট। তাই খেলা হয়েছে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। প্রত্যেক দল পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলার পর শীর্ষ দুই দল ভারত ও লেবানন উঠেছে ফাইনালে। সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর তিন দিন আগে রবিবার (১৮ জুন) ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও লেবানন।
লিগ পর্বের তিন ম্যাচের দুটি জিতে ও একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। অন্যদিকে লেবানন ৩ ম্যাচের একটি জিতে ও দুটি ড্র করে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে। ফুটবল বিশেষজ্ঞরা লেবানন ও ভারতকে সাফের সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে ধারণা করছেন। ১৮ জুন ইন্টারকন্টিন্টেনাল কাপের ফাইনালের ফল যাই হোক, সাফের আগে ফাইনালটি প্রস্তুতি হিসেবে দারুণ কাজে দেবে তাদের।