লাঙ্গল নিয়ে রওশন-কাদেরের টানাটানি

বেশ কিছুদিন ধরে ভিন্ন পথে হাঁটছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং দলটির চেয়ারম্যান জিএম কাদের। এর আগে সর্বশেষ কাউন্সিল করা নিয়ে উত্তাপ ছড়ায় দলটির রাজনীতিতে।

গত বছরের শেষ দিকে থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফেরেন রওশন। এরপর তিনি কাউন্সিলের তারিখ ঘোষণা করেন। তার অনুসারীরা তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ঘোষণা করে। পরে সবই স্থগিত হয়।

অন্যদিকে জিএম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন বন্ধ করতে আদালতে যান ‘রওশনপন্থি’ নেতারা। এবার ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রার্থী নিয়ে ফের উত্তপ্ত হয়ে পড়েছে দলটির অভ্যন্তরীণ রাজনীতি।

এই আসনে নির্বাচন করতে চেয়ারম্যান জিএম কাদের মনোনয়ন দিয়েছেন সিকদার আনিছুর রহমানকে। অন্যদিকে রওশন এরশাদের মনোনয়ন পেয়েছেন কাজী মামুনূর রশীদ। দুজনের কাছ থেকে একই দলের মনোনয়ন পাওয়া দুজনই নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেউ কাউকে ছাড় দিতেও নারাজ।

এই আসনে ভোটে অংশ নিতে বুধবার জাতীয় পার্টির নামে মনোনয়নপত্র জমা দেন কাজী মামুনূর রশীদ। আর বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন অবসরপ্রাপ্ত মেজর সিকদার আনিছুর রহমান।

কাদেরপন্থি আনিছুর রহমান বলেন, দলীয় প্রার্থী হতে হলে বিষয়ে দলীয় কাগজপত্র জমা দিতে হয়। জাপা চেয়ারম্যানের নেতৃত্বে যথাযথ প্রক্রিয়া মেনে জমা দিয়েছি, আরেকজন যথাযথ প্রক্রিয়ায় দলীয় মনোনয়ন পাননি।

রওশনপন্থি ইকবাল হোসেন রাজু বলেন, হাইকোর্টের রায় আমাদের পক্ষে আছে। লাঙ্গল রওশন এরশাদের। জিএম কাদেরের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। জিএম কাদের যাকে নমিনেশন দিয়েছেন, তিনি কোনোকালেই জাতীয় পার্টির কর্মী ছিলেন না।