সানু স্মৃতি ফুটবলের ফাইনালে উত্তর ঢাকাখালী ও নন্দনকানন
চট্টগ্রামের রাউজান উপজেলাধীন আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠেছে উত্তর ঢাকাখালী যুবগোষ্ঠী ও তথাগত সংসদ এবং নন্দনকানন মৈত্রী সংঘ। আগামী ২৩ জুন এ দু-দল ফাইনালে খেলবে।
শুক্রবার (১৬ জুন )স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উত্তর ঢাকাখালী যুবগোষ্ঠী ও তথাগত সংসদ টাইব্রেকারে ৩-১ গোলে দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতিকে হারিয়েছে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য (০-০) ড্র ছিল। খেলা শেষে সেরা খেলোয়াড় জয়ী দলের কিপার সৌরভ বড়ুয়াকে পুরস্কার প্রদান করেন খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক সত্যজিত বড়ুয়া।
একই মাঠে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে নন্দনকানন মৈত্রী সংঘ সহজেই ৩-০ গোলে বরিয়াখালী বৌদ্ধ তরুণ সংঘকে হারিয়ে এ যোগ্যতা অর্জন করেছে। খেলা শেষে সেরা খেলোয়াড় জয়ী দলের খেলোয়াড় অন্তু বড়ুয়াকে পুরস্কার প্রদান করেন প্রয়াত সুহৃদ বিকাশ বড়ুয়া সানুর জ্যেষ্ঠ সন্তান সাবেক ফুটবলার ও কাস্টমস কর্মকর্তা সাজীব বিকাশ বড়ুয়া টুটুল।