উদ্বোধনী খেলায় বুড়াইছড়ি একাদশ বিজয়ী
সাতকানিয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট
সাতকানিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট, (বালক অনূর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকালে সাতকানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা।
উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে কাঞ্চনার রমজান আলী, ধর্মপুরের নাছির উদ্দিন টিপু, কালিয়াইশের হাফেজ আহমদ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ইছামতি একাদশকে (কালিয়াইশ, ধর্মপুর) ৪-০ গোলে হারিয়ে বুড়াইছড়ি (কাঞ্চন, মাদার্শা, এওচিয়া) বিজয়ী হন। এই খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন বুড়াইছড়ি একাদশের খেলোয়াড় সাইফুল আলম। বিকালে অপর খেলায় সোনাইছড়ি একাদশ ২-০ গোলে সাঙ্গু একাদশকে হারিয়েছে। এই খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন বিজয়ী দলের মিনহাজ।