‘অবিবাহিত ইমেজ ধরে রাখতেই বিয়ে করছি না’

ঢাকাই ছবির আলোচিত নায়ক জায়েদ খান।  বছরজুড়েই কোন না কোন ভাবেই তাকে নিয়ে চর্চা হয়।  তবে সম্প্রতি বিভিন্ন শিল্পীর গান গেয়ে ও নারী কেন্দ্রিক মন্তব্য করে হট কেকে পরিণত হয়েছে।  চলচ্চিত্র অঙ্গনের তার সমবয়সী অনেকে বিয়ে করলেও, তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন।  কেন তিনি সিঙ্গেল সদ্য এক নারী ভক্ত’র প্রশ্নে জবাব দিয়েছেন এই নায়ক।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে একটি রেস্টুরেন্টে হাজির হয়েছিলেন জায়েদ খান।  তারই পাশে উদযাপিত হচ্ছিল একটি জন্মদিন।  জায়েদ খান সেখানে প্রবেশ করতেই তার দিকে নজর চলে আসে বেশ কয়েকজন নারীর।  তারা একে একে ছুটে আসেন জায়েদ খানের কাছে।  সেসময় তাদের চোখে মুখে উচ্ছ্বাস দেখা গেছে।

প্রায় ২০ মিনিটের মতো সময় জায়েদ খানের সঙ্গে আড্ডায় মাতেন ওই নারীরা।  এসময় তারা জানান, জায়েদ খানকে তাদের ভালো লাগে এবং পছন্দের নায়কের জন্য অনেকের সঙ্গে বাকযুদ্ধে মাতেন।  কথার এক ফাঁকে পরিচয় পর্বে জানতে পারেন অনেকেই জায়েদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচমেট এবং কেউ কেউ সিনিয়র-জুনিয়র।

এসময় তারা জায়েদ খানের কাছে বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে উত্তরে এ অভিনেতা বলেন, ‘সহজেই বাসি হচ্ছি না।  বিয়ে করলে আপনারা ছবি তোলার জন্য এভাবে ছুটে আসতেন না।  আপাতত বিয়ে নিয়ে ভাবছি না। ’

এর আগে সাংবাদিকদের প্রশ্নে জায়েদ বলেন, ‘বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম, এই জন্য সময় নিচ্ছি।  তাছাড়া আমি বিয়ে করলে অনেকের মন ভেঙে যাবে। আমার মেসেঞ্জার ইনবক্সে সবাই বলতে থাকে, প্লিজ এভাবে থাকেন বিয়ে করবেন না। ’

বিয়ে না করার কারণ জানিয়ে জায়েদ বলেন, ‘অন্য কোনো কারণ নয়, মেয়েদের কাছে নিজের ‘অবিবাহিত’ ইমেজ ধরে রাখার জন্য মালাবদল করছেন না তিনি। ’