চলতি বর্ষা মৌসুমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে চট্টগ্রামের ১৫টি উপজেলা এবং নগরে ২০২৩ সালে ২৩লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৃক্ষ রোপনের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান।
এসময় চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তানজিয়া রহমান, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।