‘নগরবাসী সঠিক সময়ে গন্তব্যে পৌঁছার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করছে ট্রাফিক পুলিশ’
সিএমপি ট্রাফিক উত্তরের মাসিক সভায় উপ-কমিশনার জয়নুল আবেদিন
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (ট্রাফিক উত্তর) উপ-কমিশনার জয়নুল আবেদিন বলেন, নগরবাসীকে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে পথ সুগম করছে ট্রাফিক উত্তরের সদস্যরা। ইনোভেটিভ আইডিয়া প্রয়োগের মাধ্যমে যানজট কমিয়ে আনার জন্য ট্রাফিক উত্তর বিভাগের সাম্প্রতিক কার্যক্রম দেশজুড়ে বেশ প্রশংসিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের মে মাসের সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট চট্টগ্রাম শহরের জন্য দরকার স্মার্ট ট্রাফিক সিস্টেম। এই সিস্টেম ডেভেলপ করতে সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকে একসাথে কাজ করতে হবে। ট্রাফিক উত্তর বিভাগ ইতোমধ্যে তা শুরু করে দিয়েছে।
এ সময় তিনি ট্রাফিক সদস্যদের উদ্যেশ্যে বলেন, আমাদের সবার আগে দেশকে ভালোবাসতে হবে। আপনি নিজ কাজকে ভালোবাসুন, তাহলে দেশকে ভালোবাসা হয়ে যাবে।
সভায় অফিসারদের মাঠ পর্যায়ের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়ন ও যানজট নিরসনে ভূমিকা পালন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা প্রয়োগ করে সঠিকভাবে দায়িত্ব পালন করায় ৫ ইন্সপেক্টর ও ১৫ সার্জেন্টকে উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন উপ-কমিশনার জয়নুল আবেদিন।
এ সময় মে মাসে সার্বিক অবদান রাখায় ট্রাফিক উত্তর বিভাগের আলমগীর হোসেন সেরা টিআই নির্বাচিত হন। নিজস্ব কল্যাণ তহবিল থেকে এক সার্জেন্ট ও টিএসআইকে চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
এছাড়া উত্তর বিভাগ থেকে অন্যান্য বিভাগে বদলি সার্জেন্টদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারি পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, টিআই (প্রশাসন) কামাল হোসেন এবং ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা।