চট্টগ্রাম ২য় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্ব বৃহস্পতিবার (১৫ জুন) থেকে শুরু হয়েছে। বৃষ্টিবিঘ্নিত এই খেলায় পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৪৮ রানে ইয়াং স্টার ক্লাবকে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।
নগরের এম এ আজিজ স্টেডিয়াম খেলাটি সকাল ৯ টার পরিবর্তে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়। এর ফলে ৫০ ওভারের খেলা কাটছাট করে ২৪ ওভারে পুনর্নির্ধারিত হয়। এতে আগে ব্যাট করে দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৯ উইকেটে ১২১ রান সংগ্রহ করে। জবাবে ইয়াং স্টার ক্লাব ১৯.৩ ওভারে ৭৩ রানে অলআউট হয়। দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর হয়ে তানভীর ৩৬, ইমরান ২২, আমজাদ ২০ ও ওয়াহিদ অপরাজিত ১৭ রান করেন। ইয়াং স্টার ক্লাবের ইয়াছিন ৫ রানে ৪টি এবং আমীর ২৮ রানে ৩ উইকেট দখল করেন।
জবাবী ইনিংসে ইয়াং স্টার ক্লাবের হয়ে বিপন কান্তি দাশ ছাড়া (২৪ রান) ছাড়া বাকিদের কেউই দু-অংকের রান করতে পারেননি। দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী’র হয়ে আমজাদ ১০ রানে ৩টি এবং রাইসুল ৯ ও শরীফুল ১৬ রানে ২টি করে উইকেট দখল করেন।
শুক্রবার (১৬ জুন) সুপার ফোর পর্বের এক গুরুত্বপূর্ণ খেলায় বার্ডস স্পোর্টিং ক্লাব ও কোয়ালিটি ব্লুজ মুখোমুখি হবে।