নানা নাটকীয়তার পর শুরু হচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। এবারের টুর্নামেন্টের আয়োজক ছিল পাকিস্তান। আর সেখানেই বাধে বিপত্তি! অবশেষে সব জল্পনা-কল্পনা কাটিয়ে পাকিস্তান ও শ্রীলংকার মাটিতে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। এ লক্ষ্যে আসন্ন টুর্নামেন্টের সূচি ও ভেন্যু চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে এক বিবৃতিতে এসিসি জানিয়েছে, আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দেশ নিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপ। যেখানে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও সহযোগী সদস্য দেশ হিসেবে খেলবে নেপাল। আর ভেন্যু হিসেবে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলকেই বেছে নিয়েছে এশিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ৫০ ওভারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। যেখানে থাকছে সর্বমোট ১৩টি ম্যাচ। দুটি গ্রুপে বিভক্ত হয়ে আয়োজিত হবে আসরটি। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সুপার ফোরে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে।
সুপার ফোর পর্বের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। পাকিস্তানের দেওয়া প্রস্তাব অনুযায়ী, এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ তাদের মাটিতে অনুষ্ঠিত হবে। ভারত এবং টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকায় অনুষ্ঠিত হবে। পাকিস্তানে হওয়া গ্রুপ পর্বের এক ম্যাচে পাকিস্তান ও নেপাল মুখোমুখি হবে। এছাড়া শ্রীলংকা, বাংলাদেশ এবং আফগানিস্তানেরও একটি করে ম্যাচ হবে পাকিস্তানে।