বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চলমান ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে অনবদ্য একটি মাইলফলক স্পর্শ করেছেন তিনি। যেখানে তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ১৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন এ অফস্পিনার।
মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে এই মাইলফলকে পা রেখেছেন মিরাজ। করিম জানাতকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ১৫০ উইকেট পূরণ করেন এই অফস্পিনার। মিরাজের আগে বাংলাদেশের হয়ে টেস্টে ১৫০ উইকেট নিয়েছেন দুজন, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। সাকিবের উইকেট এখন ২৩৩, তাইজুলের ১৭৭।
১০০ উইকেটের ক্লাবে আছেন আর মাত্র একজন বাংলাদেশি। তিনি অবশ্য বর্তমানে খেলছেন না। সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক টেস্টে ১০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন।