ভারতীয় বাংলা সিরিয়ালে যাদের চোখ নিয়মিত থাকে, তাদের কাছে ইধিকা পাল পরিচিত মুখ। ‘রিমলি’ এবং ‘পিলু’ সিরিয়ালের এই অভিনেত্রী এখন বড় পর্দায় নাম লিখিয়েছেন। বাংলাদেশের শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় তার কাজ করার কথা অনেক আগেই প্রকাশ্যে এসেছে।
‘পিলু’ সিরিয়ালের পরই বাংলাদেশের সিনেমায় আসেন ইধিকা। কিন্তু কলকাতায় নাকি আগেই আরেকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত ছবি দিয়েই তার বড় পর্দায় যাত্রা। ওই সিনেমায় তার নায়কও সোহম। তবে সেই সিনেমার বিষয়টি এখনো প্রকাশ্যে না আসায় এখনো মুখে কুলুপ এঁটে আছেন নায়ক-নায়িকা।
ইধিকা আপাতত ব্যস্ত বাংলাদেশের ছবি নিয়ে। শাকিবের সঙ্গে ইধিকা জুটি বেঁধেছেন ‘প্রিয়তমা’ সিনেমায়। নতুন ছবিতে শাকিব-ইধিকা জুটি দর্শকের কতটা পছন্দ হয়, সেটাই এখন দেখার বিষয়।