প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত ‘ওমর ফারুকের মা’ চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সিনেমাটি প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। বুধবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনের এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এম এম জাহিদুর রহমান বিপ্লব পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের এই চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শামীম সুলতানা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন তানজিনা আলম চৌধুরী – চেয়ারম্যান আইন বিভাগ; আহমেদ রাজিব চৌধুরী – প্রক্টর; অনুপ কুমার বিশ্বাস- সভাপতি কালচারাল কমিটি,প্রিমিয়ার ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে পরিচালক এম এম জাহিদুর রহমান বিপ্লবকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। চলচ্চিত্রটি এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় নতুনভাবে উজ্জীবিত করবে বলে জানান বক্তারা। পরিচালক, প্রযোজক এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, ‘ওমর ফারুকের মা’ সিনেমাটি দেখে মানুষ মুক্তিযুদ্ধের আর একটি টুকরো চিত্র সম্পর্কে জানতে পারবে।

তিনি আরো যোগ করেন, চলচ্চিত্রটির বাণিজ্যিক কোনো দৃষ্টিভঙ্গি নেই। নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘ওমর ফারুকের মা’ প্রদর্শনী করছি। এই চলচ্চিত্রটি শিক্ষার্থীদেরকে আবেগী করে, মুক্তিযুদ্ধকে স্মরণ করে দেয়। এই প্রচারের মাধ্যমে নূতন প্রজন্ম মুক্তিযুদ্ধ বিষয়ে যাতে আরো তথ্য নির্ভর হতে পারে, দেশকে ভালোবাসতে পারে সেটাই আমার প্রচেষ্টা।
এই সিনেমার গল্প পিরোজপুর জেলার আমড়াঝুড়ি কাউখালী উপজেলার আশোয়া আমড়াঝুড়ি নামক স্থানের একজন মুক্তিযোদ্ধা ওমর ফারুক আর তার মায়ের। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে ‘ওমর ফারুকের মা’- এ মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ত্ব দিলারা জামান। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে অভিনয় করেছেন বন্যা মির্জা,সাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ সহ অনেকে।