স্বপ্নেও কি এমনটা ভেবেছিলেন নিজাত মাসুদ! দেশের হয়ে প্রথম টেস্ট খেলতে নামলেন। অভিষেক ম্যাচের প্রথম বলেই পেয়ে গেলেন উইকেট। স্বপ্নের অভিষেক তো একেই বলে!
বুধবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই হারিয়েছে ওপেনার জাকির হাসানকে।
ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি মেরে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। ওই ওভারে আসে ছয় রান। পরের ওভারি বিপত্তি। অভিষিক্ত নিজাত মাসুদের বলে আউট হয়ে যান জাকির হাসান (১)। এই ডানহাতি পেসারের বল জাকিরের ব্যাট ছুঁয়ে জমা হয় কিপারের গ্লাভসে। আম্পায়ার শুরুতে আউট না দিলে রিভিউ নেয় আফগানিস্তান। টিভি রিপ্লেতে দেখা যায়, ব্যাট-বলের অতি সামান্য সংযোগ হয়েছে। তাই প্যাভিলিয়নে ফিরতে হয় জাকিরকে।
আফগানদের টেস্ট ক্রিকেটে প্রথম জয় এসেছিল বাংলাদেশের বিপক্ষে ২০১৯ সালে। চার বছর পর চট্টগ্রামে বাংলাদেশকে উড়িয়ে বিজয়ের কেতন উড়ায় রশিদ খানরা। সেই সুখস্মৃতি এখনও তরতাজা আফগানদের হৃদয়ে। সেই জয় থেকে আত্মবিশ্বাস পাচ্ছেন অতিথিরা। দুই দলের সর্বশেষ মুখোমুখি হয়েছিল চার বছর আগে। লম্বা সময় পর সাদা বলের ক্রিকেটে খেলতে নেমে স্বাগতিকরা অতিথিদের একটু চমকেই দিয়েছে।
এর আগে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সবুজ ঘাসে ঢাকা পিচে টসে জিতে সফরকারীরা। তাদের আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া তামিম ইকবালের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়। এছাড়া টেস্টে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরির কারণে সাদা পোশাকের নেতৃত্বে অভিষেক হয়েছে লিটন দাসের।
এই ম্যাচে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে আফগান অধিনায়ক শহিদী বলছেন, নতুন উইকেট এবং গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। বাংলাদেশ টস জিতলে আগে ফিল্ডিং করতো কিনা- এমন প্রশ্নের জবাবে লিটন দাস বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই।’
এদিন স্বাগতিকদের হয়ে কারও অভিষেক না হলেও সফরকারীদের হয়ে প্রথমবার ডাক পেয়েছেন দুজন। পেসার নিজাত ছাড়াও প্রথমবার তাদের টেস্ট দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার করিম জানাত।
এমএফ