২০২৬ বিশ্বকাপ খেলবেনা মেসি

২০২৬ বিশ্বকাপে খেলবেনা লিওলেন মেসি।  সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড,  নিজেই তা জানিয়ে দিয়েছেন।

বর্তমানে প্রীতি ম্যাচ খেলতে চীনে অবস্থান করছেন আর্জেন্টাইন অধিনায়ক।  সেখানে চীনের স্পোর্টস আউটলেট টাইটান স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার মনে হয় না খেলবো (বিশ্বকাপ)।  কাতার বিশ্বকাপই ছিল আমার শেষ।  তবে দেখবো সবকিছু কেমন যাচ্ছে।  কিন্তু এখন পর্যন্ত আগামী বিশ্বকাপ খেলার কোনও চিন্তা আমার নেই। ’

৩৫ বছর বয়সী মেসি কাতার বিশ্বকাপ মিলে পাঁচটি বৈশ্বিক আসরে অংশ নিয়েছেন।  মেসি তখনই নিজের শেষ বিশ্বকাপ হিসেবে কাতারের কথা বলেছিলেন।  তবে তার দল ও কোচ লিওনেল স্ক্যালোনি আশা প্রকাশ করেছেন যে, সাতবারের ব্যালন ডি’অর জয়ী হয়তো তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।  খেলবেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে।

চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ বৃহস্পতিবার (১৫ জুন)।