শেষের লড়াইয়ে জিতে চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
লিগের লড়াই হলেও ম্যাচটি রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। যে জিতবে তারাই চ্যাম্পিয়ন। এই সমীকরণের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের ট্রফি ঘরে তুলল রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।
বিকেএসপির তিন নম্বর মাঠে ৫৩ রানে জয় পায় জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানার নেতৃত্বাধীন রূপালী ব্যাংক। ১৯৭ রানের লক্ষ্যে মোহামেডান গুটিয়ে যায় ১৪৩ রানে।
অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালের ম্যাচ সেরা মুক্তা রবিন্দ্র মাগ্রে। ব্যাট হাতে ৬৯ রানের পর বোলিংয়ে ১ উইকেট নেন রূপালী ব্যাংকের ভারতীয় ক্রিকেটার। একশ রানের মধ্যে ৫ উইকেট পড়ার পর তাজিয়া আক্তারের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন মুক্তা (৬৯)।
তাজিয়া খেলেন ৩৬ রানের ইনিংস। মোহামেডানের পক্ষে ৩টি উইকেট নেন অভিজ্ঞ সালমা খাতুন। মোহামেডানের রান তাড়ায় সর্বোচ্চ ৪৬ রান করেন জাতীয় দলে জায়গা হারানো ব্যাটার আয়েশা রহমান। সালমা খেলেন ১৯ রানের ইনিংস। ৩৪ রানে ৩ উইকেট নেন রূপালী ব্যাংকের রিতু মনি। দিপা খাতুন ধরেন ২ শিকার।
রূপালী ব্যাংক: ৪৮.২ ওভারে ১৯৬ (ফারজানা আক্তার ৩৫, ফারজানা হক ১৩, নিগার ১৩, রিতু ৩, মুক্তা ৬৯, শরিফা ১৩, তাজিয়া ৩৬/ বোলিং সালমা ৩/২৭, রুমানা ২/২৫, খাদিজাতুল ৪/৪৫, ইসমত ১/৯)
মোহামেডান: ৪৪.২ ওভারে ১৪৩ (জাসিয়া ১৯, সানজিদা ১৪, আয়েশা ৪৬, সালমা ১৯/ বোলিং: তিথি ১/৩৫, মুক্তা ১/২৭, রিতু ৩/৩৪, দিপা ২/৪, হাবিবা ১/১৭, তাজিয়া ১/৯)।