ফুটবলের জন্য সারা বিশ্বে তুমুল জনপ্রিয়তা রয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার। তবে শুধু ফুটবলই নয়, দেশটিতে আরো কয়েকটি খেলা হয়। তার মধ্যে একটি হকি। সেই খেলাতেই চীনকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
সোমবার (১২ জুন) রাতে ওমেন হকি প্রো লিগে চীন মুখোমুখি হয়েছিল শক্তিশালী আর্জেন্টিনা’র। ওই ম্যাচে এশিয়ান দলটিকে ২-১ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার মেয়েরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো সুসংহত করেছে আর্জেন্টিনা।
চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে আর্জেন্টিনার মেয়েদের ৯ জয়, ২ ড্র ও ৩ হারে পয়েন্ট সংখ্যা ২৯। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সমান ম্যাচে পয়েন্ট ২৬। অপরদিকে চীনের মেয়েরা ১৬ ম্যাচে দুই জয়ে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সপ্তম স্থানে।
চার কোয়াটারের ম্যাচে দ্বিতীয় কোয়াটারে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে যায়। এর কিছুক্ষণ পরই গোল পরিশোধ দেয় চীন। চতুর্থ ও শেষ কোয়াটারের ৫৭তম মিনিটে আর্জেন্টিনার কোস্টা ভ্যালেন্টিনা গোল করে দলকে লিড এনে দেন। এতে ২-১ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনার মেয়েরা।