সিজেকেএস বাকলিয়া কনস্ট্রাকশন ২য় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে মাদারবাড়ি মুক্তকণ্ঠ। মঙ্গলবার (১৩ জুন) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৫ উইকেটে লিটল ব্রাদার্সকে পরাজিত করেছে।
টসে জিতে প্রথমে ব্যাট করে লিটল ব্রাদার্স ৩৩.৩ ওভারে মাত্র ৮৪ রানে অল-আউট হয়। জবাবে মাদারবাড়ি মুক্তকণ্ঠ ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে।
উল্লেখ্য এর আগে এ প্রতিযোগিতার লিগ পর্বের খেলায় একটি ম্যাচও জিততে পারেনি মাদারবাড়ি মুক্তকণ্ঠ। ৬ পরাজয়ের পর ৭ম ম্যাচটি বৃষ্টির কল্যাণে ১ পয়েন্টের মুখ দেখে। কিন্তু মঙ্গলবার (১৩ জুন) রেলিগেশন পর্বে অন্যরুপে দেখা যায় মাদারবাড়ি মুক্তকণ্ঠকে। এ জয়ে ৮ খেলায় ৪ পয়েন্ট পায় ক্লাবটি। অন্যদিকে ৮ খেলায় ৭ পয়েন্টে রয়ে গেল লিটল ব্রাদার্স।
তবে এ লিগে টিকে থাকতে হলে বাকি ২টি খেলাতেও জিততে হবে মাদারবাড়ি মুক্তকণ্ঠকে। কেননা অপর দু-দল ওপিএ ৭ ও এলিট পেইন্টের ঝুলিতে ইতিমধ্যে প্রথম পর্বের অর্জিত ৬ পয়েন্ট জমা আছে।
এদিকে বুধবার (১৪ জুন) রেলিগেশন পর্বের ২য় খেলায় এলিট পেইন্ট ও ওপিএ মুখোমুখি হবে।