“যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে”
মুক্তিযুদ্ধের প্রজন্মের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ
আগামী ১৫ জুন বৃহস্পতিবার বিকেল ৪ টায় মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের সম্মেলন সফল করার লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৩ জুন) নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী গণহত্যা লুন্ঠন নারী ধর্ষণ সহ যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সন্ত্রাসী সংগঠন জামায়াত শিবির তথাকথিত আন্দোলনের সুযোগে দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের মদদে আবার মাঠে নেমেছে। তাদেরকে কোনো ভাবেই আশ্রয় প্রশ্রয় দেয়া যাবেনা।বক্তারা অবিলম্বে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের জন্য সংসদের চলতি অধিবেনে আইন পাশের জন্য সরকারের প্রতি দাবি জানান। সভায় মুক্তিযুদ্ধের প্রজন্মের সম্মেলন সফল করার সর্বশেষ সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে সফল করার আহ্বান জানানো হয়।
বক্তব্য রাখন আবদুল মালেক খান, এডভোকেট সাইফুন নাহার খুশী, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, মো. নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া,রাজীব চন্দ,মাহি আল জিসা,মুস্তাফিজুর রহমান বিপ্লব,দীপন দাশ,নবী হোসেন সালাউদ্দিন, এম এ খালেক, শিলা চৌধুরী, কোহিনুর আকতার, শুভ মজুমদার ইমন, ডা. শওকত ইমরান, আশরাফ খান, জবুরুত উল্লাহ জয়,নূসরাত জাহান, নয়ন মজুমদার,শাহাদাত টিপু,রিমান বিন চৌধুরী, ইয়াছিন আরাফাত শ্রাবণ,অভি চৌধুরী,আইমান উদ্দিন, ইমাম শাকিব,শাহরিয়ার মুনতাসীর মাহি,অনিমেষ পালিত,খোরশেদ আলম, জনি বিশ্বাস, রাজমনি সেন বন্ধন, সৌরভ দাশ প্রমূখ।