আইপি টিভি ও ইউটিউবে সংবাদ প্রচার, শিগগিরই ব্যবস্থা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা নিয়মবহির্ভূত। নীতিমালা লঙ্ঘন করে বিভিন্ন আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা যাবে না বলে নীতিমালা থাকলেও অনেকে এটি মানছেন না। এ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নিবন্ধিত বা অনিবন্ধিত কোনো আইপি টিভি ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করতে পারবে না। সংবাদ প্রচার করা নিয়মবহির্ভূত।

তিনি বলেন, এ কথা সত্যি কিছু আইপি টিভি, বেশিরভাগই অনিবন্ধিত এবং কিছু ইউটিউব চ্যানেল কৌশল অবলম্বন করে সংবাদ প্রচার করছে, এটি আমাদের নজরে এসেছে, পত্রপত্রিকায়ও আমরা দেখেছি। এটির ব্যাপারে খুব সহসা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।