বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১২ জুন ) মধ্যরাতে অসুস্থ বোধ করায় বেগম জিয়াকে আবার হাসপাতালে নেওয়ার পর কিছু পরীক্ষা শেষে তাকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসনকে সপ্তম তলায় কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন; যিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান।
এর আগে দলীয় চেয়ারপারসনের অসুস্থতার খবরে রাত ১২টায় সেখানে যান ডা. অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদও যান সেই বাসায়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে আলাপ করে দ্রুত খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয় বলে বিএনপি নেতারা জানান।
রাত ১টা ২৩ মিনিটে ছোট ভাই শামীম এস্কান্দারের কালো রঙের গাড়িতে করে হাসপাতালের উদ্দেশে বের হন বিএনপি চেয়ারপারসন। ওই গাড়িতে শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাও ছিলেন।
খালেদার এখনকার অসুস্থতার ধরন কী, সে বিষয়ে বিএনপি নেতারা কিছু বলেননি।
আর খালেদা জিয়ার একজন চিকিৎসক বলেছিলেন, কিছুটা অসুস্থতার জন্য তাকে বাসায় রাখাটা ঝুঁকিপূর্ণ। পরীক্ষা-নিরীক্ষার পরে বলা যাবে তিনি কতটা অসুস্থ এবং কী করণীয়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ৬ দিন চিকিৎসা নিয়ে ৪ মে বাসায় ফেরেন খালেদা জিয়া।