‘গণসমাবেশ লাখো মানুষের জনসমুদ্রে পরিণত হবে’

সারাদেশ থেকে বিচ্ছিন্ন বরিশাল

শনিবার (৫ নভেম্বর) বরিশালের বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ।  এই গণসমাবেশে অংশ নিতে বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরের পর থেকে বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছেন সমাবেশস্থলে।  শুক্রবার (৪ নভেম্বর) সমাবেশস্থলে নেতাকর্মীদের আসা অব্যাহত রয়েছে।

দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শনিবারের গণসমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  শাসকদলের সকল বাধা-বিঘ্ন উপেক্ষা করে শহীদ জিয়ার সৈনিকেরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।  পথে পথে নানা বাধা দেওয়া হচ্ছে।  আমরা সরকারি দলের কোনো উসকানিতে পা দেবো না।  আশা করি, গণসমাবেশ লাখো মানুষের জনসমুদ্রে পরিণত হবে।

শুক্রবার থেকে যানবাহন চলাচল বন্ধ থাকবে এ কারণে নেতাকর্মীরা বৃহস্পতিবার রাতেই গণসমাবেশস্থলে আসতে শুরু করেন।  থাকার কোনো জায়গা না থাকায় অনেকে বৃহস্পতিবার রাতে মাঠে বিছানা পেতে রাতযাপন করেছেন।  তারা বলেন, ‘দলকে ভালোবাসি, তাই সব বাধা-বিপত্তি উপেক্ষা করে দু’’দিন আগেই বরিশাল ছুটে এসেছি’।

তারা আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।  তাই কষ্ট মাথায় নিয়েও গণসমাবেশের জন্য এসেছি।

দেখা গেছে, বিএনপির গণসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা যে যেভাবে পারেন আসছেন।  মাইক্রোবাস, ছোট ট্রাক, ট্রলার এবং মালবাহী কার্গো জাহাজে করে শত শত নেতাকর্মী আসছেন বিভিন্ন প্রান্ত থেকে।  তারা সমাবেশস্থলের কাছে কীর্তনখোলা নদীর চাঁদমারী ও কেডিসি ঘাটে নেমে মিছিল করে বঙ্গবন্ধু উদ্যানে প্রবেশ করছেন।  তাদের সঙ্গে আছে বিছানাপত্র, শুকনা খাবার ও পানি।

এক বিএনপি নেতা বলেন, ‘বাস, লঞ্চ, তিনচাকার যান বন্ধ করে মানুষকে আটকে রাখা যাবে না।  সমাবেশস্থলে প্রায় ৫০ হাজার মানুষ সমাবেত হয়েছেন।  নগরীতেও আছেন হাজার হাজার নেতাকর্মী।  আরো হাজার হাজার নেতাকর্মী আসবেন।  গণসমাবেশে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে।’

এদিকে শুক্রবার সকাল থেকে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে।  চলছে না তিন চাকার যানবাহন।  ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  সড়ক ও নৌপথে বরিশালের সঙ্গে বিভাগের ৫ জেলা এবং দেশের অন্যান্য স্থানের যোগাযোগ বন্ধ থাকায় সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরিশাল।