বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আফগানিস্তান দল। সোমবার (১২ জুন) অনুশীলন শেষ করে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। ঢাকার টেস্ট নিয়ে নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি।
শাহিদী বলছিলেন, ‘আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি, ম্যাচটাও জিততে চাই। অনেকদিন ধরে আমরা টেস্ট খেলি না। সর্বশেষ খেলেছি জিম্বাবুয়েতে সেটাও ৩ বছর আগে। অবশ্য আমরা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলি, অনেক খেলোয়াড় খেলে সেখানে। এই টেস্টের জন্যও আমাদের প্রস্তুতি ভালো। ইনশাআল্লাহ নিজেদের সেরাটা চেষ্টা করব। ’
এবারের আফগান দলে নেই রশিদ খান। এছাড়াও আরো কিছু উল্লেখ্যযোগ্য ক্রিকেটার নেই এবারের সফরে। একেবারে নবীন দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামবে তারা। দলটির অধিনায়ক জানান, ‘একটু চ্যালেঞ্জিং তো হবেই। সবাই জানে সে (রশিদ খান) আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলার আছে, অন্য অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশাআল্লাহ্। ’