কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচে জিতল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কম্বোডিয়ায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।  সেখানে স্বাগতিকদের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।  তার আগে দেশটির প্রিমিয়ার লিগের দল টিফি আর্মি ফুটবল ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে জয় পেয়েছে বাংলাদেশ।

সোমবার (১২ জুন) কম্বোডিয়ার নমপেনর আর্মি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নেন বাংলাদেশ।  একমাত্র গোলটি করেন সোহেল রানা।  খেলার প্রথমার্ধে শুরু থেকে ভালো খেলেছিল বাংলাদেশ দল।  খেলার ১২ মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায় সফরকারীরা (১-০)।  প্রথমার্ধে আরো কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ।  কিন্তু কাজে লাগাতে পারেনি।

প্রথমার্ধে বাকি সময়ে দুই দলই গোল করার চেষ্টা করে।  কিন্তু গোলের দেখা পায়নি কেউই।  লিড রেখে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি দুই দলে।  ফলে বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।  প্রস্তুতি ম্যাচের পর কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটি হবে বৃহস্পতিবার (১৫ জুন)। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করে ভারতে পাড়ি দেবে বাংলাদেশ।  সেখানে আগামী ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।