আওয়ামী লীগ নয়, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি: কাদের

বিএনপি যেভাবে আন্দোলনের নামে লাফালাফি-বাড়াবাড়ি করছে, তাতে আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

আন্দোলনের নামে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির সমাবেশে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে না, হবেও না।  ‘১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে সরকার পতনের নয়, বিএনপির আন্দোলনের পতনধ্বনি শুনতে পাচ্ছি’- যোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করেনি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দণ্ড স্থগিত করে বাসায় রেখেছেন।  এটা তার (প্রধানমন্ত্রী) উদারতা।

আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালানোর রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, দেশ ছেড়ে পালানোর রাজনীতি বিএনপি করে।  আমাদের জন্ম এ দেশে, প্রয়োজনে মরব, জেলে যাব, তবুও দেশ ছেড়ে পালাব না।  রাজনীতি করবে না মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে বিএনপির নেতা।

‘প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে জেলে পাঠাতে চান প্রধানমন্ত্রী’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করেন না, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি।  যারা ১৫ ও ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে, তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না।

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।  সুবিধামতো সংবিধান ব্যবহারের কোনো সুযোগও নেই।