পাকিস্তানের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে আরব সাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয়। এরই মধ্যে সিন্ধু সরকার ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ স্থানে নাগরিকদের সরিয়ে নিচ্ছে।
পাকিস্তার সরকার ঘূর্ণিঝড়ের তীব্রতা দেখে সিন্ধু উপকূল থেকে নাগরিকসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে ঘূর্ণিঝড় বিপর্যয় করাচি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে, থাটা থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণে ও ওরমারার ৭১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।
সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ স্থানীয় মন্ত্রী নাসির শাহ ও সিন্ধুর মুখ্য সচিব সোহেল রাজপুতের সঙ্গে শাহ বন্দর এলাকা পরিদর্শন করেছেন।
পাকিস্তানের হায়দরাবাদের কমিশনার বলেছেন, বেদিনে জিরো পয়েন্টে অবস্থিত বেগারা মেমন থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তাছাড়া শাহ বন্দর দ্বীপ থেকে অন্তত দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
শাহ বন্দর, জাটি ও কেটি বন্দর গ্রাম থেকে মোট ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হবে।