বাঁশখালীতে বঙ্গবন্ধু অনূর্ধ্ব- ১৭ গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল টুর্নামেন্টের বাঁশখালী উপজেলা পর্যায়ে খেলা শনিবার ( ১০ জুন) চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উদ্বোধনী খেলায় চাম্বল ইউনিয়ন দল ১-০ গোলে ছনুয়া ইউনিয়ন দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। চাম্বলের পক্ষে খেলার একমাত্র গোলটি করে সায়েদ হাসান কাফি।
এর আগে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।
উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমি, সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা আবু সালেক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ, শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সমুন, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবাল ও সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রমুখ।