আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ আগামী বুধবার (১৪ জুন) থেকে শুরু হতে যাচ্ছে। আর সেই টেস্টকে সামনে রেখে রবিবার (১১ জুন) সকাল থেকে অনুশীলনে নেমেছে বাংলাদেশ। তবে সবার আলোচনায় ওপেনার তামিম ইকবালের ইনজুরি। পিঠের ব্যথায় আসন্ন টেস্টে এই বাঁ-হাতি ব্যাটারকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিন মিরপুর শের-ই বাংলা জাতীয় দলের অনুশীলনে ছিলেন তামিম ইকবাল। যদিও এখনও তার ব্যাকপেইনের পুরোনো ব্যথা সেরে ওঠেনি। তবুও দুই দিন পর আবারও অনুশীলন করছেন ওয়ানডে ফরম্যাটের এই টাইগার অধিনায়ক।
তামিমের ইনজুরির সবশেষ অবস্থা সম্পর্কে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘কোনো কিছু টেস্ট করতে হলে তো মাঠে নামতে হবে। মাঠে নেমে নিজেদের পুশ করুক, ব্যাটিং ও ফিল্ডিং করুক। তাহলে ফিজিও বা কোচরা যারা আছে তারা বুঝতে পারবে কি অবস্থা। যদি বিশ্রাম দেন তাহলে তো বুঝবেন না কি অবস্থা। যেসব ট্রেনিং আছে করে দেখুক। তার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে। ’