বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘের ভূমিকার প্রয়োজন নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো। শাহরিয়ার আলম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য জাতিসংঘের কোনো ধরনের ভূমিকার প্রয়োজন নেই।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হচ্ছে। অনেক সময় এটি যথেষ্ট হয় না। নির্বাচন কেমন হলো, তা আবার কাউকে বলতে হয়। সেটা দেখতে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকেরা আসবেন, দেখবেন এবং বলবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা আসবে, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের কোনো ধরনের ভূমিকা নেওয়ার প্রয়োজন নেই। কেবল পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করলেই জাতিসংঘকে দায়িত্ব দেওয়া হয়। যা কাজ করে যুদ্ধ পরিস্থিতিতে, গৃহযুদ্ধ পরিস্থিতিতে। বাংলাদেশে অনেককাল আগে এ রকম পরিস্থিতি ছিল।

উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে বলেছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে কখনই কোনো প্রস্তাব দেওয়া হয়নি। কোনো রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা থেকে চাপতো দূরের কথা, কেউ প্রস্তাবনা আকারেও কিছু বলেনি।

শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গারা স্বেচ্ছায় যাচ্ছেন, এটি দেখার জন্য জাতিসংঘের সঙ্গে একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সেটি বলবৎ আছে। তবে জাতিসংঘ শরণার্থী সংস্থার কাছ থেকে সনদ নিয়ে রোহিঙ্গাদের যেতে হবে, এ ধরনের কোনো চুক্তি হয়নি। সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের ফেরানোর বিভিন্ন প্রচেষ্টা সম্পর্কে জাতিসংঘকে অবহিত রাখা হয়েছে।