সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে দুইদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়।
বাস মালিক সমিতির নেতারা জানান, সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি। ধর্মঘটের পরও যদি সড়কে অটোরিকশা ও থ্রি হুইলার চলাচল বন্ধ না হয়, তবে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হবে।
এছাড়া বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকে বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে পরিবহন সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
তবে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল জানান, বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশকে ঠেকাতেই এই পরিবহন ধর্মঘট। আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষ যাতে সমাবেশস্থলে আসতে না পারে, তাই সরকারের এত তোড়জোড়। জনগণের এ ভোগান্তি আমরা মেনে নেব না। জনগণই এর জবাব দেবে।